দ্য প্রয়াত জনপ্রিয় কথাসাহিত্যক হুমায়ূন আহমেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ধানমন্ডিতে তার বাড়ি দখিণ হাওয়ায় এ কুলখানি হয়। দ্বিতীয় স্ত্রী শাওন ও দুই ছেলে নিয়ে এ বাড়িতেই থাকতেন হুমায়ূন আহমেদ। নুহাশ পল্লীতে যাওয়ার কারণে কুলিখানিতে হুমায়ূনের মা ভাই-বোনেরা অংশ নিতে পারেননি।
কুলখানিতে উপস্থিত হয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এছাড়াও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
রাত সাড়ে আটটার দিকে ড. কামাল হোসেন হুমায়ূন আহমেদের মায়ের সঙ্গে দেখা করতে ছোট ছেলে আহসান হাবীবের পল্লবীর বাসায় যান। তিনি সেখানে ১০ মিনিট অবস্থান করেন। এ সময় তিনি হুমায়ূন আহমেদের আত্মার শান্তি কামনা করেন।
তিনি বলেন, “পরিবার তাদের সন্তানকে, ভাই-বোনেরা তাদের ভাইকে হারিয়েছে। কিন্তু গোটা জাতি এক মহান সন্তানকে হারিয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এ শূন্যতা পূরণ হবার নয়। এত তাড়াতাড়ি ওনার যাওয়ার কথা ছিল না। হুমায়ূনের শোকে স্তব্ধ পুরো জাতি।”
এসময় উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক আওম শফিকউল্লাহ, মোস্তফা মহসিন মন্টু, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদসহ আরও কয়েকজন।
হুমায়ূন আহমেদের ছোট ভাই কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব জানান, কুলখানি উপলক্ষে শাওনের মা তহুরা আলী এমপির বাড়ি থেকে এক বাক্স তেহারি পাঠানো হয়েছে তার বাসায়।
তিনি জানান, ঈদের পর বিটিভিতে হুমায়ূন আহমেদের পুরনো নাটকগুলো প্রচার করা হবে।
এছাড়া রোববার শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্মরণসভায় যোগ দিতে মা-বোনদের নিয়ে তিনি সিলেটে যাবেন বলেও জানান।