তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে যুগান্তকারী ভূমিকা রেখেছে। স্বাধীনতা সংগ্রাম নিয়ে ষড়যন্ত্রের মাঝে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের অভ্যুদয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো। স্বাধীনতাকে রুদ্ধ করতে যুদ্ধ বিরতির অপচেষ্টাকে সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘে পরপর তিনবার ভেটো প্রয়োগ করে তা নস্যাৎ করে দিয়েছিল।
মন্ত্রী গতকাল ঢাকাস্থ রুশ কালচারাল সেন্টারে সোভিয়েত অ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশ-এর ১০ম কার্যকরী কমিটির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় করছিলেন।
সোভিয়েত অ্যালামনাই এসোসিয়েশন, বাংলাদেশ-এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাবিব আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান ও ঢাকাস্থ রুশ ফেডারেশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আনাতোলি ইউরোভিচ দেভিদেঙ্কো। স্বাগত বক্তৃতা করেন সোভিয়েত অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সাজ্জাদ হোসেন।
তথ্য মন্ত্রী আরও বলেন বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণকে সজাগ ও সচেতন এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে ১৫টি বেসরকারি চ্যানেল, ১৪টি কমিউনিটি রেডিও এবং ৭টি এফএম রেডিও সম্প্রচারের অনুমতি দিয়েছে। জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে পাস করা হয়েছে তথ্য অধিকার আইন।
নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আধুনিক জ্ঞান নির্ভর সমাজ গঠনের মধ্যদিয়ে দেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করেন এ কমিটি বাংলাদেশ ও রাশিয়ার মাঝে সম্পর্কের এক নব দিগন্তের সূচনা করবে।