রোববার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ মহাপরিচালক রমণ শ্রীবাস্তব । তার এ সফরে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য রয়েছে সীমান্তে চোরাচালান, মাদক পাচার রোধ, নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যা, মানব পাচার প্রতিরোধ ইস্যু। সূত্র জানায়, ২৬ সেপ্টেম্বর বিএসএফ মহাপরিচালক রমণ শ্রীবাস্তবের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেনের বৈঠক হবে। বিজিবি ও বিএসএফের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধ, মানব পাচার প্রতিরোধ ও নিরস্ত্র বাংলাদেশিদের গুলি করে হত্যার বিষয় গুরুত্ব পাবে।