এইচএসসি ভর্তিকে কেন্দ্র করে বেপরোয়া হয়ে ওঠেছে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি কলেজ। অনলাইনে ভর্তির সরকারি সিদ্ধান্ত থাকলেও বেসরকারি কলেজগুলো সরকারি এই সিদ্ধান্ত না মেনে ভর্তি বাণিজ্যে জড়িয়ে পড়ছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী  প্রত্যেক শিক্ষার্থী থেকে ৫ হাজার টাকার বেশি গ্রহন না করার কথা থাকলেও এই সিদ্ধান্ত মানছে না অনেক বেসরকারি কলেজ। তবে এ বিষয়ে পরস্পর বিরোধী অবস্থান ঢাকা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদের।

এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, ‘আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

তবে চেয়ারম্যানের বক্তব্যের উল্টো মতামত দিলেন বোর্ডের সচিব আব্দুস সালাম হাওলাদার। তিনি বলেন, ‘অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত টীম পাঠানো হয়েছিল, কিন্তু সত্যতা মেলেনি।’

সচিবের এই বক্তব্যকে ‘হাস্যকর’ অভিহিত করে চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, ‘তদন্ত টিম এখনো পাঠানো হয়নি। তদন্ত না করেই সত্যতা পাওয়া যায়নি-এটা হাস্যকর।’

গত ২ মে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে মন্ত্রণালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চুড়ান্ত করা হয়। নীতিমালার আলোকে এবার একাদশ শেণীতে ৬০০‘র বেশি শিক্ষার্থী ভর্তির অনুমতিপ্রাপ্ত কলেজগুলোতে অনলাইনে ভর্তি বাধ্যতামূলক করা হয়।

নীতিমালা অনুসারে ৩ শর বেশি কলেজে অনলাইনে ভর্তির সুযোগ থাকছে। ভর্তির আবেদন শুরু হয়েছে ১২ মে থেকে। আবেদনের শেষ দিন এ মাসের ৬ জুন। তবে এসএমএসের মাধ্যমে পুণ:নিরীক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। এর শেষ তারিখ ১৪ জুন।

গত কয়েকদিনে রাজধানীর মাইলস্টোন কলেজ, ক্যামব্রিয়ান কলেজ, গুলশান কমার্স কলেজ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, কুইনমেরি কলেজ, মতিঝিল আইডিয়াল কলেজ, উত্তরা হাইস্কুল এন্ড কলেজ ঘুরে দেখা গেছে সরকারী সিদ্ধান্ত ভঙ্গের চিত্র। বেশ কযেকটি কলেজ দু-বছর প্যাকেজে প্রতি শিক্ষার্থী থেকে দেড় লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে।

ক্যামব্রিয়ান কলেজে ভর্তি হতে আসা এক শিক্ষার্থীর অভিভাবক সালমা পারভীন এই প্রতিবেদককে বলেন, ক্যামব্রিয়ান কলেজ কর্তৃপক্ষ তার ছেলে ভর্তির নিশ্চয়তা পেতে অগ্রিম বুকিং দিতে বলে। তা না হলে কলেজে আসন মিলবে না। এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ দিলরুবা পারভীন ‘এ অভিযোগ সত্য নয়’ বলে দাবি করেছেন। সব মিলিয়ে কলেজ কর্তৃপক্ষ এবং বোর্ডের পরস্পর বিরোধী অবস্থানের ফলে প্রশ্নবিদ্ধ লাখ লাখ উচ্চ মাধ্যমিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীর ভাগ্য।