রোববার সকাল সাড়ে ৭টার দিকে  মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- নুরু বেপারি(৪০), আব্দুর রাজ্জাক (৩৯) ও  শিশু স্বপন (১২)। আহত লাল মিয়াকে(৫০) মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সবার বাড়ি ফরিদপুরের দ্বীপনগর গ্রামে। নিহতরা ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে তাদের এক আত্মীয়কে আনার জন্য যাচ্ছিল বলে জানা গেছে।

মাইক্রোবাসটি ফরিদপুর থেকে ঢাকা বিমানবন্দরে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে বিপরীত দিক থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটিকে চাপা দেয়।

ঘাতক ট্রাকটির চালক পালিয়ে গেছে।