মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধের মামলায় রায় ২০১২ সালের মার্চ-এপ্রিল মাসের দিকে হতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লজ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

 এ মামলার নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ তাদের পক্ষে যৌক্তিক দাবি তুলে ধরেছে। গত ৮ থেকে ২৪ সেপ্টেম্বর জার্মানির হামবার্গে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রথম পর্বে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। আর শেষ পর্বে সচিব মিজারুল কায়েস।

 পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী মেনে না নিয়ে সমুদ্রসীমা নিয়ে গঠিত আন্তর্জাতিক আদালত (ইটলস) যেতে চায়। তাদের আগ্রহের ভিত্তিতেই বাংলাদেশ ইটলসে যায়। এতে বাংলাদেশ নায্যতার ভিত্তিতে সমুদ্রসীমা নির্ধারণের পক্ষেই যুক্তি তুলে ধরেছে। মিয়ানমার চাইছে দূরত্বের ভিত্তিতে সীমা নির্ধারণ করতে। এটি মেনে নিলে মিয়ানমার বাংলাদেশের সেন্টমার্টিনকে তাদের অংশ হিসেবে পাবে, যা বাংলাদেশ কোনো ভাবেই চায় না।

অন্যদিকে সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে চলমান মামলার রায় ২০১৪ সালের এপ্রিলের মধ্যে হতে পারে। ভারতের আগ্রহেই তাদের সঙ্গে চলমান মামলার রায় অরবিট্রেশনের মাধ্যমে করা হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।