পুলিশি হয়রানি বন্ধ, সরকার নির্ধারিত ৬০০ টাকা জমা কার্যকরসহ ১০ দফা দাবিতে গতকাল বুধবার থেকে রাজধানীতে সিএনজি-অটোরিকশাচালক-শ্রমিক ইউনিয়নের ডাকে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ধর্মঘটের সমর্থনে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে সিএনজি চালকরা। সমাবেশে চালকরা বলেন, সিএনজি অটোরিকশার মালিকরা সরকার নির্ধারিত টাকার চেয়ে অনেক বেশি টাকা জমা নিচ্ছেন। মালিককে সরকার নির্ধারিত দৈনিক জমা গ্রহণ করতে বাধ্য করা না গেলে অটোরিকশা থেকে মিটার ব্যবস্থা তুলে দেওয়ার দাবি জানিয়েছেন চালকরা।

ঢাকা মহানগর অটোরিকশাচালক ইউনিয়নে সাধারণ সম্পাদক মো. হানিফ খোকন জানান, সরকার নির্ধারিত ৬০০ টাকা জমা আদায় নিশ্চিত করতে হবে। এ দাবির কথা যোগাযোগ মন্ত্রণালয়ে জানানো হলেও তা কার্যকর হচ্ছে না। অবিলম্বে সরকার নির্ধারিত দৈনিক জমা নিতে মালিককে বাধ্য করার দাবি জানান তিনি।