রাজধানীর নামিদামি ১০টি হাসপাতাল কিডনি ও লিভার বেচাকেনায় জড়িত বলে চক্রের মূল হোতা বাবুল চৌধুরী গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

গত বুধবার পুলিশ দালাল চক্রের ৩ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে ম্যাজিস্ট্রেট ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। পুলিশ এ চক্রের রাঘব বোয়ালদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

জয়পুরহাটের সিভিল সার্জন মোজাম্মেল হক ল্যাবএইডে লিভার ট্রান্সপ্লান্ট হওয়ার কথা স্বীকার করে লিভার ও কিডনি বিক্রির ভিকটিমের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান।কিডনি বিক্রি চক্রের মূল হোতা তারেক আজিম ওরফে বাবুল চৌধুরী গতকাল বিকেলে জয়পুরহাটে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে রাজধানীর নামিদামি ১০টি হাসপাতাল ও ক্লিনিকসহ ১৮ ডাক্তার জড়িত থাকার কথা জানা গেছে। দালাল সাইফুল ইসলাম দাউদ গত বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর শুক্রবার গ্রেফতারকৃত আসামি আবদুস সাত্তারও জবানবন্দি দেন। লিভার বিক্রেতা মেহেদি হাসান সাক্ষী হিসেবে গতকাল এ আদালতে জবানবন্দি দিয়েছেন। তার লিভার বিক্রির সঙ্গে ল্যাবএইডের ৩ জন প্রখ্যাত ডাক্তার জড়িত আছে বলে জানা গেছে। এ মামলায় এ পর্যন্ত ৬ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা কালাই থানার ওসি মো. ফজলুল করিম জানান, শীঘ্রই কিডনি ও লিভার ব্যবসার সঙ্গে জড়িত দেশের বহু ডাক্তারসহ রাঘব বোয়ালকে গ্রেফতার করা হবে।