ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) বিভক্ত করার আগে ঢাকার বাসিন্দাদের গণভোট নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ড. আকবর আলী খান।ডিসিসি বিভক্ত করার প্রতিবাদে বুধবার জাতীয় পেসক্লাব মিলনায়তনে ঢাকা সিটি কর্পোরেশন কাউন্সিলর ঐক্য পরিষদ আয়োজিত মুক্ত আলোচনা সভায় তিনি সরকারের প্রতি এ দাবি জানান।ড. আকবর বলেন, ‘রাতের অন্ধকারে নেওয়া এ উদ্ভট সিদ্ধান্তের কোন ভিত্তি নেই।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে জনমত যাচাই করতে হবে।’ ‘বিভক্ত ঢাকায় কর দিতে পারবো না’ মন্তব্য করে তিনি বলেন, ‘প্রশাসন বিভক্ত করে খরচ বাড়ানো হবে। আর এ জন্য কর দিয়ে জনগণকে খেসারত দিতে হবে। এটা মানা যায় না।’অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ বলেন, ‘ঐতিহাসিক ঢাকা শহরকে বিভক্ত করে পিচ্চি ঢাকাতে পরিণত করাটা অন্যায় হবে। এতে ঢাকার সম্মান এবং ঐক্যের বিনষ্ট ঘটবে।’ তিনি বলেন, ‘সংবিধানে স্থানীয় সরকার কথার পরিবর্তে স্থানীয় প্রশাসন কথাটি ষড়যন্ত্রমূলকভাবে রাখা হয়েছে যাতে নির্বাচিত সংসদ সদস্য থেকে শুরু করে সকল নির্বাচিত প্রতিনিধিকে ডিসি, ইউএনও এসব প্রশাসনিক লোকদের হাতের মুঠোয় রাখা যায়।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘ডিসিসিকে বিভক্ত করার সিদ্ধান্ত সংবিধানবিরোধী। সংবিধানে লেখা আছে- বাংলাদেশের রাজধানী ঢাকা। সেখানে লেখা নেই ঢাকাসমুহ। সুতরাং এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করা যেতে পারে। সবাই ঐক্যবদ্ধ থাকলে ঢাকাকে কেউ মুজিবনগর বা হাসিনানগরে বিভক্ত করতে পারবে না।’তিনি বলেন, ‘ভারত জমি নিয়ে যাচ্ছে। পানি নিয়ে যাচ্ছে। টিপাইমুখ বাধ, যানজট, জনসাধারণের নানা সমস্যা- এসব বড় বড় ইস্যু বাদ দিয়ে সরকার জনক্রোধ সৃষ্টি করে বিভক্তি সৃষ্টি করে, ঐক্যের বিনষ্টি ঘটায় এমন সব সিদ্ধান্ত বাস্তবায়নের কাজে ব্যস্ত।’ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ৭৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুল বাশারের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন জনস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম প্রমুখ।