দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল বুধবার সকালে প্রকাশ করা হয়েছে। বিগত বছরগুলোর সাফল্য পেছনে ফেলে এবার নতুন রেকর্ড হয়েছে পাসের হার ও জিপিএ৫ প্রাপ্তির সংখ্যায়।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৬৭। এর আগে ২০১১ সালে ১০টি শিক্ষাবোর্ডে পাসের গড় হার ছিল ৭৫ দশমিক ০৮ শতাংশ। গতবারের তুলনায় এবার উত্তীর্ণের হার ৩ দশমিক ৫৯ শতাংশ বেশি। ২০১০ সালে পাসের গড় হার ছিল ৭৪ দশমিক ২৮।

এবার মোট জিপিএ৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন, যা গতবারের তুলনায় ৩ দশমিক ৯৫ শতাংশ
বেশি। ২০১১ সালের ১০টি বোর্ডে মোট জিপিএ৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৬৯ জন। ২০১০ সালে এ সংখ্যা ছিল ২৮ হাজার ৬৭১।

এবারের পরীক্ষায় মোট পাস করেছে ৯ লাখ ১৭ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী। ২০১১ সালে এ সংখ্যা ছিল মাত্র ৫ লাখ ৭৪ হাজার ২৬১ জন।

এবারের পরীক্ষায় মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ০১ এবং ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ২৩।

ঢাকা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ০৮
চট্টগ্রাম বোর্ডে ৭২ দশমিক ২৯
রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৪
বরিশাল বোর্ডে ৬৬ দশমিক ৯৮
যশোর বোর্ডে ৬৭ দশমিক ৮৭
কুমিল্লা বোর্ডে ৭৪ দশমিক ৬০
সিলেট বোর্ডে ৮৫ দশমিক ৩৭
দিনাজপুর বোর্ডে ৭৫ দশমিক ৪১
মাদরাসা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ৭৭ এবং
কারিগরি শিক্ষাবোর্ডে ৭৪ দশমিক ৩২।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বেলা একটায় মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে এবারের বিস্তারিত ফলাফল তুলে ধরবেন। এছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও সব বোর্ডের ফল জানা যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে
বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর তারপর স্পেস দিয়ে ২০১২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

গত ১ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেয়।