বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুরের মুখে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে ভাংচুরের পর বুধবার সকাল থেকে শাহবাগের বদলে রূপসী বাংলা হোটেলের পাশের সড়ক দিয়ে যান চলাচল করছে।
মঙ্গলবার বিকেলে শাহবাগে রাস্তা পার হওয়ার সময় রাজধানী এক্সপ্রেসের একটি বাসের নিচে পড়ে গুরুতর আহত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌহিদুজ্জমান। রাত সাড়ে ৭টায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগ, রূপসী বাংলা হোটেলের সামনে ও নিউমার্কেট এলাকায় ৪০টিরও বেশি বাস ও গাড়ি ভাংচুর করে। এসময় কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিলে রাত ৮টা থেকে পৌনে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তী যাতে আর কোনো বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা না ঘটে সেজন্য শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করা হয়েছে বলে জানান পুলিশের রমনা জোনের উপকমিশনার নুরুল ইসলাম।