সংগীতশিল্পী রবি চৌধুরীকে চিটাগাং ক্লাবের সামনে পিস্তল বের করে হত্যার হুমকি দিয়েছেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ও যুবলীগের ক্যাডার মামুনুর রশিদ। এ ঘটনায় রবি চৌধুরী আজ বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে বলা হয়, গত বুধবার দিবাগত রাত একটার দিকে চিটাগাং ক্লাব থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ক্লাবের গেস্ট হাউসের সামনে মামুনুর রশিদ রবি চৌধুরীকে বাধা দেন। এ সময় মামুনুর রশিদ শিল্পী রবি চৌধুরীকে বলেন, ‘আমাকে কিছু টাকা দে।’ টাকা দিতে না চাইলে মামুন অশ্লীল ভাষায় রবি চৌধুরীকে গালাগাল দেন। একপর্যায়ে শিল্পীকে মারধর করতে উদ্যত হলে মামুনের সঙ্গীরা তাঁকে জোর করে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় মামুন পিস্তল বের করে রবি চৌধুরীকে হত্যার হুমকি দেন।

থানায় জিডি করার পর এক প্রশ্নের জবাবে রবি চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘চিটাগাং ক্লাব থেকে বের হয়ে গাড়িতে ওঠার মুহূর্তে পেছন থেকে কেউ একজন ‘তুই’ বলে ডাক দেন। পেছন ফিরে মামুনকে মদ্যপ অবস্থায় দেখতে পাই। তিনি আমাকে গালিগালাজ করেন। এরপর পিস্তল বের করে হত্যার হুমকি দেন। মামুনের সহযোগীরা তাঁকে সরিয়ে নেন। আমি আইনগত সহায়তার জন্য জিডি করেছি।’

কোতোয়ালি থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) সুদীপ কুমার দাশ বলেন, ‘সংগীতশিল্পী রবি চৌধুরীর অভিযোগ তদন্ত করে দেখছি। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে রবি চৌধুরীকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মামুনুর রশিদ। তিনি দাবি করেন, ‘ও (রবি চৌধুরী) আমার বন্ধু। অনেক দিন পর তাঁর সঙ্গে দেখা হয়েছে, সঙ্গে অন্য বন্ধুরাও ছিল। আমি তার সঙ্গে দুষ্টুমি করেছিলাম। সেটা হয়তো সে বন্ধুসুলভভাবে নেয়নি।’

পিস্তল দেখিয়ে হত্যার হুমকির বিষয়ে জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। এ রকম কিছুই হয়নি। লাইসেন্স করা বা অবৈধ কোনো পিস্তলই আমার কাছে নেই।’

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে স্থানীয় একটি পত্রিকার প্রবীণ সাংবাদিকের সঙ্গে অনুরূপ আচরণের অভিযোগে মামুনের বিরুদ্ধে চট্টগ্রামে জনমত গড়ে ওঠে। সাংবাদিকসহ পেশাজীবী সমাজের প্রতিনিধিরা তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করলে মামুনের বিরুদ্ধে মামলা হয়। এতে মামুন কারাভোগ করেন। পরে জামিনে বেরিয়ে তিনি চট্টগ্রাম ছেড়ে আত্মগোপনে চলে যান। চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি ভারতে পাড়ি জমান। প্রায় এক যুগ পর আবারও রবি চৌধুরীর সঙ্গে দুর্ব্যবহার করে আলোচনায় এলেন মামুন।