সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পরে এক বছর কেটে গেলেও চাহিদামতো এর কপি পাচ্ছে না সংসদ সচিবালয়। একাধিকবার আইন মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি দেওয়া হলেও মন্ত্রণালয় থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

একাধিকবার সংবিধানের কপি চেয়ে না পাওয়ায় সংসদের বেশ কিছু প্রকল্প থেকে বিধি বহির্ভূতভাবে ফটোকপিও করা হয়েছে। এদিকে বিরোধী দলের সংসদ সদস্যরা অভিযোগ করেছেন সংসদ থেকে তাদের এখনো সংবিধানের কপি দেওয়া হয়নি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ চলতি মাসে সংবিধানের কপি চেয়ে আইন মন্ত্রণালয়ে দুইবার চিঠি দেওয়া হয়েছে। তবে এগুলোর একটিরও জবাব দেয়নি আইন মন্ত্রণালয়।

সূত্র জানায়, পঞ্চদশ সংশোধনী সম্বলিত সংবিধানের কপি প্রথমবার মুদ্রণের পর ৩৫০ কপি (প্রত্যেক সংসদ সদস্য প্রতি একটি হিসাবে) কপি দেওয়া হয়েছিলো সংসদকে। এরপর একাধিকবার চাহিদা পত্র দেওয়া হয়েছে তবে কোনো কপি পাওয়া যায়নি।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সংসদ সদস্যদের প্রত্যেককে এক কপি করে সংবিধান দেওয়া হয়েছে। এরপরও অনেকেই দ্বিতীয় কপি চাইলেও তা দিতে পারেনি সংশ্লিষ্ট শাখা।

কয়েকজন সংসদ সদস্য এখনো কপি না নেওয়ায় সেগুলো দিয়েই দাফতরিক কাজ চালানো হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে। এদিকে অধিবেশন চলাকালীন সংসদ কক্ষে যে সাতটি সংবিধানের কপি রাখা হয় সেগুলোও একইভাবে রাখা হয়েছে।

জানা গেছে, চলতি মাসে সর্বশেষ সংবিধানের পকেট সংস্করণের জন্য চাহিদা পত্র দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো জবাব পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অপচয় এড়াতে সংবিধানের কপি চাহিদামতো মুদ্রণ করা হচ্ছে। অন্যবারের মতো এবার আগে থেকে বেশি করে সংবিধান ছাপানো হয়নি। তবে ওই কর্মকর্তা দাবি করেন সংসদ থেকে যা চাওয়া হয়েছে সেই মোতাবেক সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, সংবিধানের পকেট সংস্করণের জন্য সংসদ সচিবালয়ের চাহিদা মোতাবেক সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, সংসদ সদস্যরা রাজধানী ঢাকা ও এলাকার নিজ নিজ অফিসে সংবিধানের কপি সংরক্ষণ করতেই একাধিক কপি চেয়েছেন।

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর নতুন করে ৫টি নারী আসনের নির্বাচনের পর সংসদের আইপিডি প্রকল্প থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়। ওই কর্মশালায় নতুন ৫ নারী এমপিকে ফটোকপি করে সংবিধানের কপি দেওয়া হয়।

এদিকে প্রধান বিরোধী দল বিএনপির সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ও নিলোফার চৌধুরী মনি দুজনই জানিয়েছেন, তারা সংসদ সচিবালয় থেকে সংবিধানের কোনো কপি পাননি।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, সংসদ থেকে আমি কোনো সংবিধানের কপি পায়নি।

নিলোফার চৌধুরী মনির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনিও বলেন, আমি সংসদ থেকে কোনো কপি পায়নি।