তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, সাংবাদিকরা সমাজের মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাই সাংবাদিকদের দক্ষতার সাথে বস্তুনিষ্ঠ ও মানসম্মত সংবাদ পরিবেশন করতে হবে।

সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত রিপোর্টারদের জন্য English spoken & phonetics course এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আর সে লক্ষেই বর্তমান সরকার নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই পাশ করেছে তথ্য অধিকার আইন-২০০৯। এ আইন বাস্তবায়নকল্পে প্রতিষ্ঠা করেছে স্বাধীন তথ্য কমিশন।

তিনি আরো বলেন, সাংবাদিক সমাজের কল্যাণের দিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার সাংবাদিক সহায়তা ভাতা/অনুদান নীতিমালা-২০১২ প্রণয়ন করেছে। সাংবাদিকদের জন্য গঠিত হয়েছে ৮ম সংবাদপত্র মজুরি বোর্ড। এর মাধ্যমে সাংবাদিক সমাজের দীর্ঘ দিনের দাবি পূরণ হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বক্তব্য রাখেন।