ঢাকার সাভারে আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে চালক নিহত হয়েছে। আহত হয়েছে তার সহকারী। শনিবার ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘুমের ঘোরে চালক ট্রাক চালানোয় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।

নিহত চালক এমদাদুল হক (২৫) ঢাকার দোহার থানার চরণাটাখোলা এলাকার আনসার আলীর ছেলে। আহত চালকের সহকারী তোফাজ্জল হোসেনকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আম বোঝাই ট্রাকটি ভোরে রাজশাহী থেকে ঢাকায় আসার পথে সাভারের বিশমাইল এলাকায় মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়।