সদ্য প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন মিশনে এক শোক সভার আয়োজন করা হয়।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবিদা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পশ্চিমবঙ্গের বরেণ্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং রবিশংকর মুখোপাধ্যায়।
সভার শুরুতে হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, হুমায়ূন আহমেদের মৃত্যুতে বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি হলো। তাঁর মতো জনপ্রিয় লেখক যুগে যুগে জন্মায় না। হুমায়ূন আহমেদ সহজভাষা ও সাবলীল রচনাশৈলী দিয়ে সহজেই সাধারণ মানুষের হৃদয়ে প্রবেশ করতে পেরেছেন। সব-বয়সের পাঠকের মন তিনি জয় করেছেন। বক্তারা বলেন, হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন তাঁর সৃজনশীল সাহিত্য কর্মের মধ্য দিয়ে।