গাজীপুরের নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেছেন হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন বাদল, আইন মন্ত্রণালয়ের সচিব জহিরুল ইসলাম দুলাল, গাজীপুর জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিকাশ কুমার সাহা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় তারা নুহাশপল্লীতে প্রবেশ করেন। নুহাশ পল্লীতে কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে বিচারপতি ও তার সঙ্গীরা নুহাশপল্লী ঘুরে দেখেন। প্রায় ঘণ্টাখানেক নুহাশ পল্লীতে অবস্থান করে তারা ঢাকায় ফিরে যান। এদিকে নুহাশপল্লীতে আজো হুমায়ূন ভক্তদের ভিড় দেখা যায়।