মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট শুরু হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় । ১১ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।

গত ১ অক্টোবর সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ভোর ছয়টা থেকে খুলনা, ফরিদপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ধর্মঘট শুরু করেন পরিবহণশ্রমিকেরা।

১১ দফা দাবির মধ্যে রয়েছে দুর্ঘটনাকবলিত নিরীহ যাত্রীবাহী বাস-মিনিবাস, প্রাইভেটকার পোড়ানো বন্ধ; তদন্ত সাপেক্ষে দুর্ঘটনায় দায়ী ব্যক্তিসহ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের আইনানুগ শাস্তি নিশ্চিত করা; নসিমন-করিমন, ভটভটি, গ্রামবাংলা অটোভ্যান ও মাহেদ্র ম্যাজিক ও জেএসএ নামক থ্রি হুইলার, ব্যাটারিচালিত ইজিবাইকে অবৈধভাবে যাত্রী বহন বন্ধ করা; মিনি ট্রাক যাত্রীবাহী যানে রূপান্তর করে যাত্রীবহন নিষিদ্ধ করা; প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল ইত্যাদি যানবাহন গণপরিবহণ হিসেবে অবৈধভাবে যাত্রীবহন করা; দুর্ঘটনা কবলিত গাড়ি ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় ফেরত দেয়া; গাড়ির টায়ার, টিউব, তেল, মবিলসহ খুচরা যন্ত্রাংশের মূল্য কমানো; হাইওয়ে পুলিশের চাঁদাবজি বন্ধ করা ইত্যাদি।

এসব জেলা থেকে দূরপাল্লার কোনো পরিবহণ সড়কে বের হয়নি। বন্ধ রয়েছে আন্তজেলা পরিবহণগুলোও। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এদিকে, মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জেলায় ধর্মঘট প্রত্যাহারের গুজব ছড়ানো হচ্ছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ধর্মঘটের ব্যাপারে অনঢ় রয়েছেন পরিবহণ নেতারা।