আগামী ১৩ অক্টোবর থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। কোরবানীর ঈদ সামনে রেখে মানুষের দূর্ভোগ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরিফুল আলম শুক্রবার জানান, ঈদের ৫ দিন আগের টিকেট বিক্রি শুরু হবে ১৩ অক্টোবর থেকে।  ১৩ থেকে ১৭ অক্টোবর অনলাইনে ও কাউন্টারে গিয়ে আগ্রহীরা ২২ থেকে ২৬ তারিখের অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন। একজন কিনতে পারবেন সর্বোচ্চ চারটি টিকেট।

ঈদ উপলক্ষে আগামী ২২ থেকে ২৭ অক্টোবর সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিনেও টিকেট বিক্রি চলবে।