বৃহস্পতিবার নৌ-মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক সভায় এ সিদ্ধান্ত হয় জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, আগামী ১৫ অক্টোবর থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। এবার টিকেটেরে দাম বাড়ানো হবে না বলে লঞ্চ মালিকরা আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত রমজানের ঈদের মতো এবারও সবার সুবিধার জন্য তৈরি পোশাক শিল্পের কর্মী ও অন্যদের পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করতে পোশাক শিল্প মালিকসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
পশুর হাটের কারণে রাজধানীর প্রবেশ ও বাইরে যাওয়ার পথে যে যানজট সৃষ্টি হয় তা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
এছাড়া ঈদের দিনসহ আগের ও পরের তিনদিন করে মোট সাতদিন অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া ফেরি পারাপার না করতে ট্রাক মালিকদের প্রতি আহ্বান জানান শাজাহান খান।