যারা সাশ্রয়ী মূল্যে রাতের ঘুমাতে চান তাদের জন্যই কিয়োটো এবং সাপ্পোরেতে তৈরি হয়েছে এরকম  বিলাসবহুল ক্যাপসুল হোটেল।একটির ওপর একটি ক্যাপসুল বসিয়ে তৈরি করা হয়েছে এই ক্যাপসুল হোটেল। একেকটি ক্যাপসুল কফিনের চেয়ে কিছুটা বড়ো।
এ হোটেলগুলো সাধারণত ব্যাচেলরদের থাকার জন্যই তৈরি করা হয়েছে।কিয়েটোতে তৈরি হয়েছে নাইন আওয়ার (৯এইচ) নামের একটি  ক্যাপসুল হোটেল। হোটেলটির নয়তলা জুড়ে রয়েছে ১২৫ টি আধুনিক ক্যাপসুল যেখানে নারী-পুরুষের জন্য আলাদা কোয়ার্টার, ডিজাইনার লকার রুম, শাওয়ার রুম এবং লাউঞ্জ আলাদা করা রয়েছে। এ হোটেলের ক্যাপসুলগুলো ৯ ঘন্টার জন্য ভাড়া দেয়া হয়।
ক্যাপসুলগুলোতে প্যানাসনিক অ্যালার্ম ক্লক সিস্টেম ব্যবহৃত হয়েছে যার মাধ্যমে ক্যাপসুলে ঘুমানোর সময় আলো, বালিশসহ বিছানা নিয়ন্ত্রণ করা যায় এবং সময় হলে এই ঘড়ি ক্যাপসুল থেকে বের হবার সংকেতও পাঠায়। হোটেলটিতে রাত কাটানোর খরচ ৬৫ ডলার ।