সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, তেল বা জ্বালানি নষ্টের জন্য গাড়ি নয় বরং দায়ী গাড়ির চালকই। তাই ভবিষ্যতে এমন গাড়ি তৈরি হবে যাতে গাড়ি পরিবর্তনের আর প্রয়োজন পড়বে না বরং গাড়িই তার চালকের মানসিকতা পরিবর্তন করিয়ে নেবে!
ইউনিভার্সিটি অফ ক্যালফোর্নিয়া, রিভারসাইড-এর সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি (সিইআরটি)-এর গবেষকরা গাড়ির জ্বালানিশক্তি ৩০ ভাগ বেশি কার্যকর করার একটি পদ্ধতি উদ্ভাবন করার চেষ্টা করছেন।গবেষকদের দাবী, নতুন এ প্রযুক্তিতে গাড়ির কোনো পরিবর্তন করার প্রয়োজন পড়বে না। কেবল গাড়ির চালকদের মানসিকতা পরিবর্তন করাটাই যথেষ্ট হবে। এমনকি নতুন পদ্ধতির গাড়ি চালকের গাড়ি চালানোর কৌশল বিশ্লেষণ করে বিভিন্ন উপদেশও দেবে।
গবেষকরা এ প্রকল্পে গাড়ির সঙ্গে আধুনিক বুদ্ধিমত্তাসম্পন্ন ট্রান্সপোর্ট প্রযুক্তির সমন্বয় ঘটাতে চাইছেন।