গত ৭ জুলাই অত্যন্ত আড়ম্ভর পূর্ণ পরিবেশে দেশের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ও বাংলাদেশে ক্রিয়েটিভ এবং মার্কারী ব্রান্ডের পরিবেশক সোর্স এজ লিমিটেড এর আইডিবি শাখার শুভ উদ্ভোধন করা হয়।
এর মাধ্যমে দেশের প্রযুক্তি প্রেমী মানুষদের অন্যতম পছন্দের মার্কেট আইডিবিতে এখন থেকে ক্রিয়েটিভ ও মার্কারী ব্রান্ডের পন্যসামগ্রী এবং এর বিক্রয়োত্তর সেবা আরও সহজলভ্য হবে। বিপুল সংখ্যক প্রযুক্তি প্রেমী মানুষ, দেশের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি ব্যাবসায়ীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ টেকনোলজি এর রিজিওনাল সেলস্ ম্যানেজার রেয়নার হুয়াং। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ফাইজুল্লাহ খান, বিশিষ্ট তথ্য প্রযুক্তিবিদ জনাব মুস্তফা জব্বার, বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মুজিবর রহমান স্বপন, সোর্স এজ লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ ফখরুজ্জামান ও ব্যাবস্থাপনা পরিচালক সুব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য সোর্স এজ লিমিটেড এর এই নতুন শাখাটি আইডিবি ভবনের ৩য় তলায়, যার দোকান নম্বর ২২৩/৭।