এখন থেকে ফেসবুকের বহুল আলোচিত টাইমলাইন বৈশিষ্ট্যটির সুবিধা গ্রহণ করতে পারবেন। বেশ কিছুদিন আগেই ফেসবুক তাদের টাইমলাইন ফিচারটি চালু করেছিল। এটা ছিল তাদের বেটা ভার্সন। অনেক ডেভেলপার এতদিন টাইমলাইন ব্যবহার করছিলেন। কিছুদিন আগে ফেসবুক এটা সবার জন্য উন্মুক্ত করতে গিয়েছিল। তখন কিছু প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয় তারা। তাই সেটা আবারও পিছিয়ে যায়। এখন আবার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় ফিচারটি। আসুন দেখে নেয়া যাক কীভাবে আপনি আপনার টাইমলাইন চালু করবেন।
টাইমলাইন অন করার মাধ্যমে অনেক ব্যবহারকারী তাদের অতীত থেকে ঘুরে আসার অভিজ্ঞতা অর্জন করবেন। বহুদিন আগে পোস্ট করা ছবি বা আপডেট তাদের নিয়ে যাবে ভুলে যাওয়া মাস বা বছরগুলোর কাছে। অবশ্যই শুধু যেগুলো ফেসবুকে সংরক্ষিত রয়েছে সেগুলোর মাধ্যমে।
টাইমলাইন সুবিধা গ্রহণ করতে যা করবেন
ফেসবুক অনুসন্ধান বক্সে লিখুন ‘টাইমলাইন’। ক্লিক করুন ‘ইন্ট্রোডিউসিং টাইমলাইন’। এবার এই পেজের নিচে থাকা ‘গেট টাইমলাইন’-এর ওপর ক্লিক করুন। আপনাকে এই মুহূর্তে এক সপ্তাহ সময় দেয়া হচ্ছে কোনো কিছু পরিবর্তনের জন্য, কোনো কিছু, ছবি বা বৈশিষ্ট্য যদি আপনি সবার কাছ থেকে আড়াল করতে চান, এটাই হবে সঠিক সময়।