ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিউবি রমজান মাসে ঢাকার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ অফার। নতুন এই বোনাস ক্যাম্পেইন কিউবির বর্তমান সব গ্রাহককে আরো আনন্দিত করবে এমনটাই প্রত্যাশা প্রতিষ্ঠানটির।
পবিত্র রমজান মাসে কিউবির প্রি-পেইড বা মাসিক প্যাকেজের ইন্টারনেট সংযোগ ব্যবহারকারী যেসব গ্রাহক তাদের অ্যাকাউন্ট রিচার্জ করবেন তাদের সবার মুখেই ফুটবে সুখময় আনন্দের হাসি। কারণ এই অফারের আওতায় ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রি-পেইড গ্রাহককরা তাদের অ্যাকাউন্টে যে কোনো পরিমাণ টাকা রিচার্জ করলেই পাবেন ২০০ শতাংশ বোনাস।
কিউবির প্রি-পেইড গ্রাহকদের জন্য নিয়ে আসা এই অবিশ্বাস্য অফার সব রিফিল চ্যানেলের (এস/সি কার্ড, বিস্নঙ্ক অ্যান্ড ইজি ডট কম) ক্ষেত্রে প্রযোজ্য হবে। অফারটির আওতায় যে কোনো অঙ্কের টাকা রিফিল করা যাবে।