সম্প্রতি অভিনেত্রী কেলি ব্রুক জানিয়েছেন, তার অভিনীত সিনেমা ‘কিথ লেমন: দি ফিল্ম’-এর স্ক্রিপ্ট পড়ার পর তার জামাকাপড় খোলার কোনো দৃশ্য না পাওয়ায়, তিনি পরিচালককে অনুরোধ করেছেন, এ ধরনের অন্তত একটি দৃশ্য যেন সিনেমায় রাখা হয়।

৩২ বছর বয়সি এই বৃটিশ অভিনেত্রী মনে করেন, তিনি সবচেয়ে বিখ্যাত হয়েছেন, পর্দায় তার অন্তর্বাস পরিহিত উপস্থিতির কারণে। আর তাই ব্রুকের অনুরোধে শেষ পর্যন্ত সিনেমায় রাখা হয়েছে এমন একটি দৃশ্য, যেখানে দেখা যাবে, করিডোর ধরে অন্তর্বাস পরিহিত অবস্থায় হেঁটে আসছেন তিনি।

তবে বলা যায়, অনেকটা জোর করেই নিজের জন্য এই দৃশ্যটি আদায় করে নিয়েছেন ব্রুক। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ভাবছিলাম, আমি কেন তাদের এই সুযোগটি দিচ্ছি? বেশিরভাগ অভিনেত্রীই তো অভিনয়ের সময় নির্ধারিত স্ক্রিপ্টের বাইরে অনেক কিছু বলার চেষ্টা করেন, আমি তো সেক্ষেত্রে যথেষ্ট উদারতা দেখিয়েছি।‘ ‘কিথ লেমন: দি ফিল্ম’ সিনেমাটি গড়ে উঠেছে ইয়র্কশায়ারের ব্যবসায়ী কিথ লেমনকে ঘিরে। যেখানে দেখা যায়, হঠাৎ করেই তার চিন্তাভাবনার জগতে বড় ধরনের ওলট পালট হয়ে যায়।