প্রতিবছরের মতো এবারও ৮৫তম অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ছবি মনোনয়নের জন্য বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাবেক সভাপতি হাসান ইমামকে চেয়ারম্যান করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মোহাম্মদ হাননান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, বাংলাদেশ ফিল্ম এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি প্রফেসর আবদুস সেলিম, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দীন ইউসুফ, চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার শামীম আখতার। এ ছাড়াও ৮৫তম অস্কার বাংলাদেশ কমিটি শাহিন আবদুল হাইকে সাবমিশন কো-অর্ডিনেটর এবং রবিন শামসকে মিডিয়া কো-অর্ডিনেটর মনোনীত করেছে।