সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের সনি টিভির জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ইন্ডিয়ান আইডলের বিজয়ের মুকুট মাথায় উঠলো বিপুল মেহতার। ১লা সেপ্টেম্বর ইন্ডিয়ান আইডলের এ মৌসুমের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয় পাঞ্জাবের অমৃতসরের ছেলে বিপুলের। বেশ কিছু চোখ ধাঁধানো পারফরমেন্সের মাধ্যমে সাজানো হয়েছিল ইন্ডিয়ান আইডলের এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। এখানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর ও পরিচালক মধুর ভান্ডারকার। মূলত ‘হিরোইন’ ছবির প্রচারণার জন্য এখানে হাজির হয়েছিলেন তারা। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন রণবীন কাপুর, প্রিয়াংকা চোপড়া ও ইলিয়ানা ডি ক্রুজ। তারা তাদের নতুন ছবি ‘বরফি’র প্রচারণার জন্য এসেছিলেন। এরপর নিজেদের গানে পারফর্মও করেন এসব তারকা। বলিউডের এই বড় তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে গান পরিবেশন করেছেন ইন্ডিয়ান আইডল-৬-এর বিচারক আশা ভোসলে, সুনিধি চৌহান ও সেলিম মার্চেন্ট। এতসব জমকালো পারফরমেন্স শেষে বিজয়ী হিসেবে কারিনা ও মধুর ভান্ডারকার ঘোষণা করেন বিপুলের নাম। বিজয়ী হিসেবে তিনি সনি টিভি কর্তৃপক্ষের তরফ থেকে পেয়েছেন ৫০ লাখ ভারতীয় রুপি। এছাড়াও তিনি পেয়েছেন বিজয়ের ট্রফি, নিশান গাড়ি, ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে তিন লাখ রুপি ও সুজুকি মোটরসাইকেল। এর বাইরে একটি অ্যালবামের চুক্তিও পেয়েছেন। বিজয়ীর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিপুল মেহতা বলেন, এ আনন্দ অনুভূতি প্রকাশ করার ভাষা আমার নেই। উপরওয়ালার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তার সঙ্গে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই দর্শক ও শ্রদ্ধেয় বিচারকদের, যাদের কারণে আমি এ পর্যন্ত এসেছি। সামনে গান নিয়েই এভাবে এগিয়ে যেতে চাই।