এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক কাগজের বাড়ি। অরুণ চৌধুরীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন_ রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, সাবি্বর হাসান, মেহরিন নিসা, নয়ন হোসেন, তিনু করিম, এলিন প্রমুখ।

এক ক্ষয়িষ্ণু জমিদার বাড়ির গল্প। পূর্বপুরুষ থেকে প্রাপ্ত এক বিশাল জমিদার বাড়ি। বেশকিছু জমিজমা, অলঙ্কার ছাড়া রাইসুল ইসলাম আসাদ সাহেবদের অবশিষ্ট আর কিছুই নেই। সম্পদ, অর্থ-বিত্তের দিকে তার তেমন মনযোগও নেই। সারাদিন তিনি বাড়ির বিশাল লাইব্রেরিতে পড়ে থাকেন। আসাদ সাহেবের স্ত্রী সুবর্ণা। তাদের একমাত্র কন্যা মেহরিন। মোটামুটি সুখেই কাটছিল পরিবারটির। এক সকালে গ্রাম থেকে উন্নত শিক্ষার জন্য এ বাড়িতে এসে উপস্থিত তারিন। অসুস্থ তারিনের চিকিৎসা চলল, বড় ডাক্তার দেখানো শুরু হল; কিন্তু সুবর্ণার খালাম্মার মেয়ে তারিনের উপস্থিতি এ বাড়িতে ডেকে আনলো নতুন জটিলতা। শুরু হল নতুন কাহিনী।