কখনও অর্ধনগ্ন হয়ে আবার কখনও ব্যাপক খোলামেলা হয়ে ঘনিষ্ট দৃশ্য কাজ করে বিভিন্ন সময় আলোচনার শীর্ষে অবস্থান করেছেন বিপাশা বসু। পর্দায় বিপাশা মানেই চমকের অপেক্ষা। বিপাশা নিজেও জানেন সে কথা। আর তাই তো বাঙালি এই অভিনেত্রী রাজ থ্রি’র প্রচারে এসে সম্প্রতি বললেন, জানি অভিনয়ের পাশাপাশি দর্শকরা আমাকে খোলামেলা রগরগে দৃশ্য দেখতে খুব পছন্দ করেন।
সাহসী দৃশ্যে অভিনয় করতে আমিও তাই উপভোগ করি খুব। এখন কিন্তু চুম্বনের দৃশ্যে অভিনয় করাতে অস্বস্তি বোধ করি আমি। তবে চুম্বনের দৃশ্যে যদি বিপরীতে থাকেন জন আব্রাহাম, তখন অবশ্য ব্যাপারটা আলাদা। শ্যুটিংয়ে জনকে কিস করাটা খুব আরামদায়ক। অন্যদের ক্ষেত্রে অবশ্য আমি তেমন কমফোরট ফিল করি না।
‘জিসম’-এ কাজ করতে গিয়ে অনেকবারই জনের সঙ্গে চুম্বনের দৃশ্য করতে হয়েছে আমাকে। সেগুলো আমি অনেক উপভোগও করেছি। তবে কেউ এটা ভাববেন না যে জনের প্রতি আমার পুরানো প্রেম জেগে উঠেছে। কারণ, সেটা সম্ভব না। এদিকে ‘জিসম’ ছাড়াও ‘বাঁচনা অ্যায় হাসিনো’ নামক ছবিতে রণবীর কাপুরের সঙ্গে চুম্বনের দৃশ্যে অভিনয় করেছিলেন বিপাশা। তবে এই দৃশ্যটি করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। কারণ, জন ছাড়া অন্য নায়কের সঙ্গে চুম্বনের দৃশ্য তিনি একদমই আরামবোধ করেন না। ‘রাজ-৩’ ছবিতে সিরিয়াল কিসারখ্যাত ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন বিপাশা। এখানেও রয়েছে চুমোর দৃশ্য। তবে জনের সঙ্গে চুমোর দৃশ্য করতে গিয়ে যে আরাম তিনি পেয়েছেন সেটা ইমরানের ক্ষেত্রেও পাননি বলে জানিয়েছেন বিপাশা।