বিজ্ঞাপন নির্মাতা হিসেবে এ সময়ের আলোচিত ও সমাদৃত বিজ্ঞাপন নির্মাতাদের একজন তানভীর হাসান। তারই নির্দেশনায় এবার দুটি বিজ্ঞাপনে জুটিবদ্ধ হয়ে কাজ করলেন কানাডা প্রবাসী অভিনেত্রী অগ্নিলা এবং এ সময়ের তরুণ নাট্যাভিনেতা ও মডেল নাঈম। সেলফোন কোম্পানি গ্রামীণফোনের বন্ধু প্যাকেজের দুটি বিজ্ঞাপনে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন অগি্নলা ও নাঈম। ঢাকার ল্যাব এইড, মিরপুরসহ বেশ কয়েকটি স্পটে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়।
ঈদের দিন থেকেই বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে বিজ্ঞাপনটি ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। বিজ্ঞাপনটিতে অগি্নলা এবং নাঈমকে নেয়া প্রসঙ্গে নির্মাতা তানভীর হাসান বলেন, যে চরিত্রটিতে নাঈমকে নিয়ে কাজ করেছি তাতে একজন ব্যক্তিত্বসম্পন্ন মডেলের প্রয়োজন ছিল যার মাঝে দুষ্টুমি এবং লজ্জা ভাবটা বিশেষভাবে লক্ষণীয় থাকে। আর অগি্নলাকে নিয়েছি এ কারণে, তাকে দেখলে মনে হয় না যে সে এতটা ম্যাচুউরড; কিন্তু সবকিছু বেশ ভালো বুঝে অগি্নলা। এই দুজনের মাঝে এগুলো পেয়েছি বলেই আসলে তাদের নিয়ে আমার কাজ করা। নাঈম বলেন, এর আগে তানভীর ভাইয়ের নির্দেশনায় আমি মুরগি মার্কা ঢেউটিনে একজন আইনস্টাইনের চরিত্রে কাজ করেছি।
আর বন্ধু প্যাকেজের বিজ্ঞাপনে কাজ করার সময় তানভীর ভাই আমাকে যেভাবে বলেছেন আমি সেভাবেই কাজটি করার চেষ্টা করেছি। প্রচুর সাড়া পাচ্ছি আমি। এই বিজ্ঞাপনের কাজ করেই অগি্নলা চলে যান কানাডা। মুঠোফোনে অগি্নলা বলেন, দুটি বিজ্ঞাপনেরই গল্প শুনে আমি মুগ্ধ হয়ে যাই, যে কারণে কাজটি করা। আমার কাছে কাজ দুটি অনেক অনেক ভালো লেগেছে। এ ধরনের ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই করব আমি। আর অবশ্যই স্পেশাল থ্যাংকস টু তানভীর ভাই।