আগামী ঈদুল আজহায় মুক্তির টার্গেট নিয়ে নির্মিত হচ্ছে ডিজিটাল চলচ্চিত্র কানামাছি। সম্পূর্ণ নতুন মুখ নিয়ে নির্মাণাধীন এ ছবিটি পরিচালনা করছেন শাহাদাত্ আলম ভুবন। ছবিটি প্রযোজনা করছে চ্যানেল ফাইভ। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করছেন ধীমান বড়ুয়া। ছবিটির কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করছেন মুন ও শ্রীনূর। কানামাছিতে রয়েছে মোট পাঁচটি গান। ছবিটির শুটিং হয়েছে ঢাকা, সিলেট আর রাঙামাটির লোকেশনে।