ভালোবাসার রং পাল্টাতে খুব বেশি দিন সময় নেননি। প্রেমিক জাস্টিন থেরোক্সের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন জেনিফার অ্যানিস্টোন।

একটি ঘনিষ্ঠ মাধ্যম জানায়, জেনি খুব জলদি বিয়ে করতে চেয়েছিলেন। এ নিয়ে জাস্টিনের সঙ্গে কথা হলে জাস্টিন কিছু দিন সময় চান প্রেমিকার কাছে। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন, বিয়ে করতে যদি এতই চিন্তা করতে হয় তবে এমন সম্পর্কের প্রয়োজন নেই তার।

প্রাক্তন স্বামী ব্রাড পিটের সঙ্গে পাঁচ বছরের সংসার ভেঙে যাওয়ার পর জন মেয়ারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জেনিফার। এক বছর পর সেই প্রেমও স্মৃতি হয়ে যায়।

২০১১ সালে আমেরিকান পরিচালক এবং অভিনেতা জাস্টিন থেরোক্সের সঙ্গে প্রণয়ে বেজায় খুশি হলেও বছর না ঘুরতেই সেই খুশিও ফিকে হয়ে যায়।
একাকিত্বের নিঃসঙ্গ সময়ে নতুন বন্ধুর খোঁজে তাই এখন একা জেনিফার।