নেচে ঝড় তুলবেন কাজল

bnn24

Bybnn24

সেপ্টে ৪, ২০১২

করণ জোহর তার সব ছবিতেই কাজলকে দিয়ে অভিনয় করাতে চান। কারণ, কাজল তার জন্য লাকি চার্ম। সেটা খুব ছোট চরিত্র, কোনো নাচের দৃশ্যও হতে পারে। সমপ্রতি করণ তার নতুন ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার-এ একটি গানের সঙ্গে নাচের দৃশ্যে কাজলকে দেখতে পাওয়া যাবে। ডিসকো দিওয়ানে-এর তালে তাল মেলাতে দেখা যাবে এ বস্ন্যাক বিউটিকে।

কাজল এখানে নায়কদের সঙ্গে পা মেলাবেন। এ গানের দৃশ্যে কাজলের সঙ্গে নাচবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং বরুণ ধাওয়ান। এ প্রসঙ্গে করণ জোহর বলেন, আমার প্রতিটি ছবিতে কাজলের উপস্থিতি ভীষণ গুরুত্বপূর্ণ। আমার প্রায় প্রতিটি ছবিতেই কাজলকে পাওয়া যায়। এই ঐতিহ্যকে সহজে ভাঙতে চাই না।

এদিকে বলিউডের দুই উঠতি নায়কেরই দারুণ লেগেছে কাজলের সঙ্গে কাজ করে। সিদ্ধার্থ মালহোত্রা জানিয়েছেন, যে নাচটা তাদের তুলতে সাত দিন লেগেছে সেই নাচটা স্টুডিওতে এসে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তুলে ফেলেন কাজল।