আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন পপগায়িকা রিহানাকে হলিউড ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হলেও জন্মসূত্রে তিনি বারবাডিয়ান। দক্ষিণ আমেরিকার ক্যারাবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ বারবাডোজ। বিপুল তারকাখ্যাতি পাওয়ার পরও ভুলে যাননি নিজ দেশ বারবাডোজের কথা। ভক্তদের কল্যাণেই আজ রিহানা নামটি সারা বিশ্বে পরিচিতি পায়। রিহানা ভক্তরা রিহানা’স নেভি নামেই পরিচিত। সম্প্রতি রিহানা তার সেরা পাঁচ ভক্তের জন্য নিজ দেশ বারবাডোজ ভ্রমণের ঘোষণা দিয়েছেন। এমনকি নিজ বাড়িতে আমন্ত্রণ করবেন বলেও জানান ২৪ বছর বয়সী এই পপ সেনসেশন। কিছুদিন আগে আমেরিকান টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রেকে নিয়ে তার নিজ দেশ বারবাডোজে ভ্রমণে গিয়েছিলেন রিহানা। আর সেখানেই অপরাহ তার নতুন শো অপরাহ’স নেক্সট চ্যাপ্টার’র আগামী পর্বের জন্য রিহানার সাক্ষাত্কার গ্রহণ করেন।