অবশেষে প্রাক্তন প্রেমিকের বাবা-মায়ের সম্মতি মিলল ক্যাটরিনা কাইফের। বহু দিন ধরেই বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ বলিউড লাভারবয় রণবীরের সঙ্গে প্রেম নিয়ে লুকোচুরি করছিলেন।

নিতু ঋশিকাপুর ছেলের পছন্দকে সবুজ সঙ্কেত দেখিয়েছেন। এমনকি কাপুরদের পালি হিলের বাড়িতে প্রায়ই দেখা যায় ক্যাটকে। প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে এখনই সুসম্পর্ক গড়ে তুলেছেন বুদ্ধিমতী ক্যাট।

অন্যদিকে দীপিকা পাডুকোনের সঙ্গে রণবীরের সম্পর্কের গুজব উড়ছে বাতাসে। প্রথম প্রেমিক বলিউড ডন সালমান খানের সঙ্গে একের পর এক ছবিতে দেখা যাচ্ছে ক্যাটকে।

আর এক থা টাইগার ছবির প্রমোশনে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন প্রাক্তন এই প্রেমিক জুটি। দেখা যাক শেষ পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে কার গলায় মালা পরান ক্যাট।