বলিউডের অভিনেতা সাইফ আলি খান প্রযোজিত ও অভিনীত সর্বশেষ অ্যাকশন ঘরানার ছবি ‘এজেন্ট বিনোদ’ বক্স অফিসে সাফল্য না পেলেও, অ্যাকশন হিরো হিসেবে সাইফের চাহিদা মোটেও কমে যায়নি। সম্প্রতি এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অ্যাকশনধর্মী নতুন ছবি ‘বুলেট রাজা’তে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে ২৫ কোটি রুপি পকেটে ভরতে যাচ্ছেন সাইফ।
‘বুলেট রাজা’ ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের নির্মাতা, অভিনেতা ও চিত্রনাট্যকার টিগমাংশু ঢুলিয়া। ছবিটি তৈরিতে আর্থিকভাবে সহায়তা দিচ্ছে একটি কর্পোরেট স্টুডিও। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই সাইফকে ২৫ কোটি রুপি দেওয়া হবে। মূলত গত ১৩ জুলাই মুক্তি পাওয়া সাইফ অভিনীত রোমান্টিক-কমেডিধর্মী ‘ককটেল’ ছবির ব্যাপক সাফল্যের রেশ ধরেই সাইফকে এই বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে।
এরই মধ্যে লোভনীয় এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন সাইফ। চলতি বছরের নভেম্বর মাসে ছবিটির শুটিং করতে রাজি হয়েছেন ৪২ বছর বয়সী এ অভিনেতা।