জিসম টু মুক্তি পাওয়ার পর বক্স অফিসে যেন জোর ঝড় বয়ে গেছে। সেই সঙ্গে নড়েচড়ে বসেছে সানি লিওনির নিন্দুকেরা। একজন পর্নোস্টার বলিউডে অভিনয় করলে পরিবেশ খারাপ হবে, সামাজিক অবক্ষয়ের কারণ হবে, তার পেশাকে স্বীকৃতি দেওয়া হবে-এমন ধুয়া তুলে সানিকে ইন্ডিয়াছাড়া করতে চেয়েছিল অনেকেই। এমনকি জিসম টু ছবির বিজ্ঞাপন দেখে শরীরী সৌন্দর্য ও যৌনতার ছড়াছড়ির অভিযোগে পরিচালক কিংবা সিনেমা কর্তৃপক্ষকে বাদ দিয়ে সানির দিকেই আঙুল তুলেছিল সবাই। কিন্তু ‘আমি অভিনয় না করলেও বলিউডি অন্য কোনো অভিনেত্রী তো ঠিকই করত। তা হলে আমার দোষ কোথায়?’ সানির এমন প্রশ্নে মুখ লুকিয়েছিল সবাই। এ ছবির সাফল্যের পরে বলিউডি দরজা খুলে গেছে তার জন্য। রাগিণী এমএমএস টু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ইতোমধ্যে। তবে পেশা পরিবর্তন করার ইচ্ছা এখনই নেই তার। স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে অ্যাডাল্ট ফিল্ম প্রযোজনা সংস্থা চালান তিনি। ভারতীয় সমাজে নিষিদ্ধ পেশা, তাই অ্যাডাল্ট ফিল্মে অভিনয় না করলেও প্রযোজনার কাজটি ঠিকই করবেন প্রধান পেশা হিসেবে।