এটি একটি আগ্নেয়গিরির জ্বালামুখের ভেতরের ছবি, যেখানে এক ব্যক্তি শৌর্যবীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। পাঠক, নিশ্চয়ই অবাক হচ্ছেন এটি কীভাবে সম্ভব। সম্ভব এ কারণেই যে, এটি হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি। সর্বশেষ চার হাজার বছর আগে এই আগ্নেয়গিরিটি লাভা উদ্গীরণ করেছিল। দুঃসাহসিক চিত্রগ্রাহক লুরি বেলগুরসি মারাত্মক ঝুঁকি নিয়ে সম্প্রতি আইসল্যান্ডে অবস্থিত এই আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে এর কেন্দ্রে প্রবেশ করেন।

আগ্নেয়গিরিটি আইসল্যান্ডের রেকজাভিক শহরে অবস্থিত। এর নাম থ্রিনুকাজিগুর। চিত্রগ্রাহক একদিন সকালবেলা দড়ি ও ক্রেনের সাহায্যে জ্বালামুখ দিয়ে এর ভেতরে প্রবেশ করেন। ১২০ মিটার ভেতরে ঢুকে তিনি এর শৈল্পিক সৌন্দর্যে অভিভূত হয়ে পড়েন। জ্বালামুখের ভেতর দিয়ে যখন সূর্যের আলো এর ভেতরে প্রবেশ করে তখন এটি মোটামুটি আলোকিত হয়ে ওঠে এবং আলো-আঁধারির পরিবেশে আগ্নেয়গিরির ভেতরটি অপরূপ সৌন্দর্য নিয়ে ধরা দেয়। এর ভেতর থেকে বের হয়ে আসার পর চিত্রগ্রাহক লুর বলেন, এক অসাধারণ মুহূর্ত। কারণ আমার জানা মতে এর আগে আর কেউ এ কাজটি করেনি। এই সুপ্ত আগ্নেয়গিরি থেকে অদূর ভবিষ্যতে লাভা উদ্গীরণের কোনো আশঙ্কা না থাকায় ঝুঁকি নিয়েছি। অথচ এটি থেকে মাত্র ৬০ মাইল দূরে ইজাফজালাজোকুল আগ্নেয়গিরি থেকে ২০১০ সালে সর্বশেষ লাভা উদ্গীরণ হয়েছিল বলে তিনি জানান। ডেইলি মেইল।