শনিবার অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে দুজন মার্কিন সেনা নিহত হয়েছেন।গত কয়েক মাস ধরে ওই এলাকায় ন্যাটো বাহিনীর সাথে জঙ্গিদের তুমুল যুদ্ধ চলছে।
নিহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়ার্দাক প্রদেশে হালকা অস্ত্রের গুলিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর দুজন সেনা নিহত হয়েছেন।
এনিয়ে এবছরেই আফগানিস্তানে ২৯৬ জন বিদেশি সেনা প্রাণ হারিয়েছেন, এঁদের মধ্যে ২৫৭ জনই মার্কিন সেনা।