জাতিসঙ্ঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি তাঁর জনগনের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করার আহবান জানান। মিষ্টার বান রবিবার আরব বিশ্বে গনতন্ত্র সংক্রান্ত এক সম্মেলনে তাঁর মুখ্য ভাষনে বলেন, “নিষ্পেষনের মধ্য দিয়ে সমাধানে পৌঁছুনো সম্ভব নয়”। জাতিসংঘ মহাসচিব বৈরুতের ওই সম্মেলনে বলেন, “আরব বিশ্বের বিপ্লব এ বিষয়টি স্পষ্ট করেছে যে সেখানকার মানুষ আর এক ব্যক্তির শাসনে সন্তুষ্ট নয়”।
তিনি বলেন, “আমি আজ আবার প্রেসিডেন্ট আসাদকে বলছি, আপনি সহিংসতা বন্ধ করুন। আপনি নিজের দেশের মানুষকে হত্যা থেকে বিরত থাকুন। নিষ্পেষনের মধ্য দিয়ে কোন কিছুর সমাধান সম্ভব নয়। গত বছরে আমরা সুষ্পষ্ট শিক্ষা পেয়েছি, পরিবর্তনের হাওয়া আর থেমে থাকবেনা। তিউনিসিয়ায় প্রজ্জলিত আগুন নিভে যাবেনা”।