আরব লীগের মন্ত্রীরা শনিবারে বৈঠকে মিলিত হবেন সিরিয়ায় তাঁদের পর্যবেক্ষন মিশনের কাজকর্মের পর্যালোচনা করতে – প্রতিবাদীদের ওপর অবদমন থামানো হবে বলে সিরিয়া সরকার যে অঙ্গীকার করেছে তা কদ্দুর তারা মেনে চলছে তারই বিশ্লেষন করবেন তাঁরা –বিষয়টি খতিয়েদেখবেন তাঁরা । আরব লীগের মন্ত্রী পর্যায়ের এ বৈঠক হবে কায়রোয় । সূদানী এক জেনারেলের নেতৃত্বে আরব লীগের ৭০ পর্যবেক্ষকের একটি দল সিরিয়া গিয়েছেন পর্যবেক্ষন মিশনে । গত সপ্তাহ থেকেই তাঁরা এ পর্যবেক্ষনের কাজ চালিয়ে যাচ্ছেন – কিন্তু সহিংসতা সেখানে থামেনি এখনো ।
আরব লীগ প্রধান নাবীল এল আরাবী সোমবার কায়রোয় বলেছেন – সিরিয়ার শহর-নগরগুলোয় চোরাগোপ্তা গুলি এবং গোলাগুলি ত্রাস সঞ্চার করে রেখেছে – আরব লীগ পর্যবেক্ষকদের উপস্থিতি সত্বেও ।
তিনি সিরিয়ায় অনতিবিলম্বে অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেন – বলেছেন , চোরাগোপ্তা ঐ বন্দুবাজেরা এখনো মানূষ হত্যা করছে এবং কে যে কাকে গুলি করছে সেটা নির্নয়ের ব্যাপারেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে ।