শুক্রবার সকালে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় অরু দ্বীপের কাছে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জিওলজিক্যাল সার্ভে। প্রাথমিকভাবে কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো অরু দ্বীপ থেকে ৮০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে দোবো এলাকায়। আর ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ৩৩ কিলোমিটার।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র থেকে বলা হয়, ভূমিকম্পের কারণে বড় ধরনের সুনামি সর্তকতা জারি করা না হলেও হালকা মাত্রায় সুনামির সম্ভাবনা রয়েছে।
উৎপত্তিস্থলে এর মাত্রা ৬ দশমিক ৯ ছিলো বলে জিওলজিক্যাল সার্ভে থেকে বলা হয়।