ইয়েমেনে আজ সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর  নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত বারো জন নিহত হয়েছে এবং বহু লোক হতাহত হয়েছে। প্রত্যক্ষদর্শিরা বলছেন যে সাদা পোশাকে পুলিশ ও গুলি  নিক্ষেপকারী তায়েজ শহরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়।

বিদেশি সংবাদ মাধ্যম এর ছবিতে দেখা যাচ্ছে যে বিক্ষোভকারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং চিকিৎসার জন্যে  সাময়িক হাসপাতাল তৈরি করা হয়েছে। ইয়েমেনের হোদেইদা এবং বেইদা শহরেও বহু বিক্ষোভকারী আহত হয়েছে।

এ দিকে দ্য নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে যে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে এবং তার বিদায়ের শর্ত নিয়ে আলোচনা করছে।

পরিচয় জানানো হয়নি এমন আমেরিকান ও  ইয়েমেনি কর্মকর্তারা বলছেন যে এক সপ্তা আগে আলোচনা শুরু হলে যুক্তরাষ্ট্রের অবস্থানে পরিবর্তন আসে। প্রেসিডেন্ট ২০১৩ সালে  কেবল মাত্র নতুন নির্বাচন অনুষ্ঠিত হল ক্ষমতা ত্যাগ করতে রাজী হয়েছেন । তিনি ৩২ বছর ধরে ক্ষমতায় আছেন।