ইরাকে বৃহস্পতিবার বোমা বিস্ফোরণ ও সহিংসতায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। বাগদাদের উত্তর-পূর্বাঞ্চলীয় হুসেইনিয়া জেলায় অবস্থিত একটি খোলা বাজারে পরপর দুটি বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে সাতজন নিহত হন। বৃহস্পতিবার সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে এ বোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া কিরকুকে একদল হামলাকারী তুর্কমেন গোষ্ঠীভুক্ত একটি পরিবারের উপর হামলা চালিয়ে গলা কেটে বাবা, মা এবং তাদের দুই মেয়েকে হত্যা করে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইরাকি কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জুলাই মাসে ইরাকে সহিংসতায় ৩২৫ জনের প্রাণহানি ঘটে। যা ২০১০ সালের আগস্ট মাসের পর সর্বোচ্চ। তবে ২০০৬ ও ২০০৭ সালের সহিংসতা পরিস্থিতির থেকে বর্তমানে ইরাকের পরিস্থিতি অনেক শান্ত বলে দাবি করেছে কর্তৃপক্ষ।