বৃটেনের এক মা পামেলা ফ্রেজার জন্ম দিয়েছেন কালো ও সাদা বর্ণের দুই ফুটফুটে যমজ কন্যা-সন্তানের। চিকিৎসকরাও নিজেদের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। ইংল্যান্ডের পূর্ব সাসেক্সর হেস্টিংসের বাসিন্দা পামেলা সকৌতুকে বললেন, যমজ হলেও তাদের অন্তত চিনতে আমার কোন অসুবিধা হবে না। কালো ত্বক নিয়ে জন্ম নেয়া সন্তানটির নাম রাখা হয়েছে ক্যান্ডিস অ্যানে। তার ত্বক, চুল ও চোখের মনির রং কালো। ক্যান্ডিসের যমজ বোনটির নাম রাখা হয়েছে অ্যালেইশা লিলি। তার ত্বক ও চুল সাদা। চোখের মনিও কিছুটা হাল্কা রঙের। পামেলা যখনই ৪ সপ্তাহ বয়সী যমজ দুই সন্তানকে নিয়ে বাইরে বের হচ্ছেন, তখনই পথচারীদের অদ্ভুত সব প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। পামেলার স্বামী অসওয়াল্ড। স্বামী-স্ত্রীর পরিবারের রয়েছে নানা বর্ণের মিশেল। সন্তানদের নিয়ে স্বামী-স্ত্রী দু’জনেই বেশ গর্বিত। এদিকে দুই বর্ণের যমজ প্রসঙ্গে চিকিৎসকরা বলছেন, এমন ঘটনা হয়তো ১০ লাখে একটা ঘটার কিছুটা সম্ভাবনা থাকে।