কাচঘর

bnn24

Bybnn24

আগ ৮, ২০১২

ঘরের আনাচে-কানাচে বসেও বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন। এমনকি এক রুম থেকে আরেক রুমে কী ঘটছে তা-ও দেখতে পারবেন। কারণ পুরো বাড়িটা তৈরি করা হবে স্বচ্ছ কাচ দিয়ে। এই গ্লাস হাউসের চিন্তা যার মাথায় এসেছে তিনি হলেন ব্রিটিশ প্রকৌশলী কার্লো সান্টামব্রোগিও। তিনি বলেন, যখন কোনো মক্কেল বাড়ির বিভিন্ন অংশে কাচ ব্যবহারের কথা বলত তখন থেকেই আস্ত একটা কাচের বাড়ি তৈরির চিন্তা মাথায় ঘুরত। তবে শুধু বাড়ির কাঠামোই নয়। সিঁড়ি, মেঝে, সোফা, ডাইনিং টেবিল, খাট থেকে শুরু করে প্রতিটা জিনিস হবে কাচের। তবে সোফা বা খাটের মতো জায়গায় গদি ব্যবহার করা উচিত বলে তিনি মনে করেন। আর বাড়ি তৈরিতে ৭ মিমি পুরু তাপ নিরোধক কাচ ব্যবহার করা হবে, যাতে ভেতরে তাপনিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করা হলে প্রচণ্ড তুষারপাত বা তাপদাহেও কোনো সমস্যা না হয়। খরচের প্রসঙ্গে তিনি জানান, প্রতি স্কয়ার মিটার কাচের দাম পড়বে চার হাজার পাউন্ড। অর্থাত্ তিন বেডরুমের সাধারণ একটি বাড়ি তৈরি করতেই খরচ পড়বে চার লাখ পাউন্ড। তবে এমন ধনী কারও যদি ব্যক্তিগত গোপনীয়তার প্রয়োজন থাকে তাহলে এই বাড়ি তৈরির চিন্তা না করাই ভালো হবে তার জন্য। ডেইলি মেইল।