সোমালিয়ার জংগী গোষ্ঠী আল-শাবাব জানায়, তারা সেদেশ থেকে তাদের শেষ শক্তঘাটি অপসারণ করেছে। শনিবার সংগঠনটি বলে, তারা সোমালিয়ার বন্দর শহর কিসমাইও ত্যাগ করেছে। এর এক দিন আগে কেনীয় বাহিনী জঙ্গী দলটিকে উৎখাত করতে কিসমাইওতে আক্রমন চালায়। আল-শাবাব সে আক্রমনের প্রতুত্তর দেবার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
কেনিয়ার সেনাবাহিনী বলে, আফ্রিকী ইউনিয়ন এবং সোমালী সরকারী বাহীনীর সমন্বয়ে শুক্রবারের আক্রমনে স্থলবাহিনী ছাড়াও নৌ এবং বিমান বাহিনীর সহায়তা নেওয়া হয়।
ভয়েস অব আমেরিকার সোমালী বিভাগ শুক্রবার জানায়, কেনীয় সেনাবাহিনী এবং সোমালিয়ার সরকারী বাহিনীর সদস্যরা কিসমাইও শহরের উত্তরাঞ্চলীয় কয়েকটি মহল্লা নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে। তবে বিমান বন্দর সহ শহরের অধিকাংশ এলাকা আল-শাবাবের অধীনে থাকে। দু’জন প্রত্যক্ষদর্শী বলে, জঙ্গীরা কিসমাইও এর সর্বোচ্চ ভবন গুলিতে মেশিনগান বসিয়েছে।
আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল-শাবাব কিসমাইও এর বন্দরের মাধ্যমে কর আদায় করতো। এছাড়া তারা অস্ত্র আমদানীতেও বন্দরটি ব্যবহার করতো।