বোমা হামলা চালানোর নতুন কৌশল বেছে নিয়েছে আফগান জঙ্গিরা। এবার তারা গাধার শরীরে বোমা বেঁধে দিয়ে হামলা চালিয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে সোমবার এই হামলা চালানো হয়। এতে এক পুলিশ নিহত ও তিনজন আহত হয়েছে।

রাজধানী কাবুল থেকে ৩৬০ কিলোমিটার দূরে ঘোর প্রদেশের চারসাদা জেলায় এই হামলা চালানো হয়। বিষয়টি সবাইকে বিস্মিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা একটি গাধার শরীরে একটি মাইন বেঁধে দিয়ে সেটিকে জেলা প্রশাসন কার্যালয়ের ফটকের সামনে রেখে যায়। এ সময় জেলার পুলিশ প্রধান ওই কার্যালয়ে প্রবেশ করেন। তার প্রবেশের সময় দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে মাইনের বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণস্থলেই পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এতে গাধাটিও মারা পড়েছে। বিস্ফোরণে তিনজনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছে। এই হামলার জন্য পুলিশ তালেবানকে দায়ী করেছে। তবে এ ব্যাপারে ওই ইসলামী জঙ্গি সংগঠনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তালেবানের এই কৌশল মানুষ এবং প্রাণী উভয়ের বিরুদ্ধেই নির্মমতা বলে আখ্যা দিয়েছে পুলিশ।