রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরফ মঙ্গলবার বলেন – সিরিয়ার বত্সরস্থায়ি অসন্তোষ তত্পরতায় সম্প্রৃক্ত সকল পক্ষের মধ্যে চুক্তি করানোর কাজে নিরন্তর যে চেষ্টা কোফি আনান চালিয়ে যাচ্ছেন নিরাপত্তা পরিষদের উচিত তাতে মদত জোগানো । তবে , লাভারফ বলছেন এধরনের কোনও প্রস্তাবে  রাশিয়ার দীর্ঘ দিনের মিত্র সিরিয়ার প্রেসিডেণ্ট বাশার আল আসাদের সরকারের ওপর চূড়ান্তভাবে কোনো হূঁশিয়ারী আরোপ করা চলবে না । আনান পাঁচ সদস্য একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছেন সিরিয়ায় রবিবারদিন – সরকার ও বিরোধি দলের মধ্যে একটা অস্ত্র বিরতি করানোর চেষ্টা চালাতে এবং দেশটির সংঘাত পরিস্থিতির নিস্পত্তি কল্পে একটা জাতিয় ভিত্তিক সংলাপের সূচনা করাতে ।

এদিকে জাতিসংঘ মহাসচীব বান কি মূন বলেছেন – সিরিয়া পরিস্থিতি গ্রহনযোগ্য নয় মোটে এবং পরিস্থিতি এখন অসহনীয় হয়ে পড়েছে ।